বাংলাদেশের এইচএসসি ও সমমানের পরীক্ষায় চলতি বছরও ছেলেদের তুলনায় ভালো ফল করেছে মেয়েরা। ২০০৯ সাল থেকে শুরু করে টানা ১৬ বছর ধরে ছেলেদের পেছনে ফেলে পাসের হারে এগিয়ে মেয়েরা ।
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন এবং ছাত্র ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন।
পরীক্ষার ফলাফল অনুযায়ী পাসের হারে এগিয়ে মেয়েরা :
- ছাত্রীদের মধ্যে পাস করেছে ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন। পাসের হার দাঁড়িয়েছে ৬২.৯৭%।
- ছাত্রদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন, তাদের পাসের হার ৫৪.৬০%।
অর্থাৎ, মেয়েরা এবার ছেলেদের চেয়ে ৮.৩৭% বেশি হারে পাস করেছে।
স্মরণযোগ্য যে, ২০০৯ সালে শেষবার ছেলেরা সামান্য ব্যবধানে এগিয়ে ছিল। এরপর থেকেই মেয়েদের সাফল্য ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।
পরীক্ষার সারসংক্ষেপ:
- মোট পরীক্ষার্থী: ১২,৩৫,৬৬১ জন
- ছাত্র: ৬,১১,৪৪৬ পাস: ৫৪.৬০%
- ছাত্রী: ৬,২৪,২১৫ পাস: ৬২.৯৭%
- মেয়েদের অগ্রগতি: +৮.৩৭% বেশি পাস




