ক্রিকেট এমন এক খেলা যেখানে শেষ পর্যন্ত অনুমান করা কঠিন-পরিস্থিতি মুহূর্তেই বদলে যেতে পারে। ঠিক তেমনই সিনেমার মতো নাটকীয়তায় ভরপুর ছিল শুক্রবারের বাংলাদেশ ভারত ম্যাচ, এসিসি রাইজিং স্টার্স টুর্নামেন্টের সেমিফাইনাল। ভারত ‘এ’–এর বিপক্ষে অবিশ্বাস্য ওঠানামা, রোমাঞ্চ, ভুল, প্রতিরোধ আর শেষ পর্যন্ত সুপার ওভারে অর্জিত দুর্দান্ত জয়ে ফাইনালের টিকিট পেল বাংলাদেশ ‘এ’ দল।
উত্তেজনার শুরু প্রথম বল থেকেই
দোহায় টস হেরে ব্যাট করতে নেমেই আগ্রাসী হয়ে ওঠে বাংলাদেশ। ওপেনার জিসান আলমের ১৪ বলে ২৬ রানের ছোট অথচ কার্যকর ইনিংস দলকে এগিয়ে দেয়।
কিন্তু প্রকৃত ঝড় তোলেন ওপেনার হাবিবুর রহমান সোহান। মাত্র ৩২ বলে দুর্দান্ত ফিফটি করে তিনি নিশ্চিত করেন বড় সংগ্রহের ভিত।
ইনিংসের মাঝপথে কিছু উইকেট হারালেও শেষ দিকে ম্যাচের রঙ বদলে দেন এসএম মেহেরব। তার ১৯তম ওভারের বিধ্বংসী ব্যাটিং-৪টি ছক্কা ও ১টি চার-সম্পূর্ণ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মাত্র ৪৮ রানে অপরাজিত থেকে তিনি দলের সংগ্রহকে নিয়ে যান ২০ ওভারে ১৯৪ রানে।
লক্ষ্য তাড়ায় ভারতের আগ্রাসী শুরু
১৯৪ রানের তাড়া করতে নেমে ভারত ‘এ’ও শুরুতে ঝড় তোলে। প্রিয়ানশ আরিয়া ও বৈভব সুরিয়াভানশি মাত্র ৩.১ ওভারে তুলে ফেলেন ৫৩ রান।
তখন ম্যাচ পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে মনে হলেও বাংলাদেশ ধীরে ধীরে ফিরে আসে বোলিংয়ের নিয়ন্ত্রণে।
রিপন মন্ডল ও সাকলাইনের বুদ্ধিমত্তার বোলিংয়ে ভারত চাপের মুখে পড়ে।
তবুও প্রিয়নশ (২৩ বলে ৪৪) ও জিতেশ (৩৩) ম্যাচটিকে বারবার টানটান উত্তেজনায় নিয়ে আসেন।
আকবর আলির ভুলে ম্যাচ টাই, গড়ায় সুপার ওভারে
শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১৬ রান। রিপন মন্ডল বল হাতে নিয়ন্ত্রণে রাখলেও চাপের মুহূর্তে ফিল্ডিংয়ে ঘটে ভুল।
শেষ বলে একটি রানেই ম্যাচের নিষ্পত্তি হতে পারত, কিন্তু উইকেটকিপার আকবর আলি ভুল থ্রো করলে ভারত অতিরিক্ত দুই রান নিয়ে ম্যাচ টাই করে ফেলে।
এতে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় সুপার ওভারে।
সুপার ওভার: নিঃশ্বাস আটকে দেওয়া লড়াই
সুপার ওভারে আবারও বল হাতে দায়িত্ব পান রিপন মন্ডল। প্রথম বলেই ভারতের অধিনায়ক জিতেশ রিভার্স স্কুপ করতে গিয়ে বোল্ড! দ্বিতীয় বলেও উইকেট! মাত্র দুই বলেই ভারত ‘এ’ অলআউট ০ রানে।
জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র ১ রান।
প্রথম বলে ইয়াসির আলি আউট হলেও দ্বিতীয় বলটি ওয়াইড ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ভারত ম্যাচে বিজয়ের উল্লাসে মাঠ মাতিয়ে তোলে বাংলাদেশ ‘এ’।
মেহেরবের ব্যাটিং ও রিপনের নায়কোচিত বোলিং
এই ম্যাচে দুটি নাম বিশেষভাবে উজ্জ্বল-
মেহেরব:
শেষ ২ ওভারে তার ব্যাটিং একাই ম্যাচের গতি বদলে দেয়। ৪৮ রানের সেই ইনিংস ছিল টুর্নামেন্টের অন্যতম সেরা।
রিপন মন্ডল:
শেষ ওভারে দারুণ নিয়ন্ত্রণ, তারপর সুপার ওভারে অবিশ্বাস্য বোলিং।
যোগ্যভাবেই তিনি হন ম্যান অব দ্য ম্যাচ।
ম্যাচের সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’: ১৯৪/৬ (২০ ওভার)
সোহান ৬৫, জিসান ২৬, মেহেরব ৪৮*, ইয়াসির ১৭*
ভারত ‘এ’: ১৯৪/৬ (২০ ওভার)
সুরিয়াভানশি ৩৮, প্রিয়ানশ ৪৪, জিতেশ ৩৩, ওয়াধেরা ৩২*
ফল: ম্যাচ টাই, সুপার ওভারে বাংলাদেশ জয়
ম্যান অব দ্য ম্যাচ: রিপন মন্ডল
এই বাংলাদেশ ভারত ম্যাচ প্রমাণ করেছে-ক্রিকেট অনিশ্চয়তার খেলা, কিন্তু সাহস ও আত্মবিশ্বাস থাকলে অসম্ভবকে সম্ভব করাও যায়। তরুণদের এই জয় ভবিষ্যতের জন্য আরও বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।