গত রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন দেশের তৈরি পোশাকশিল্পের প্রতিনিধিদল। বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আমিরের বাসভবনে।
প্রতিনিধি দলে কারা ছিলেন
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন:
- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কয়ার টেক্সটাইলের চেয়ারম্যান তপন চৌধুরী
- বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান
- নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম
- বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান
অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল আনোয়ারুল আজিম এবং চিকিৎসক খালিদুজ্জামান। বৈঠকের খবর জামায়াতের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।
বৈঠকের বিষয়বস্তু
মোহাম্মদ হাতেম প্রথম আলোকে জানান, বৈঠকে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জামায়াতের আমিরকে অবহিত করেছেন। এর মধ্যে ছিল:
- শ্রম আইন সংশোধন: সম্ভাব্য সমস্যা ও প্রভাব তুলে ধরা
- স্বল্পোন্নত দেশের (LDC) তালিকা থেকে উত্তরণ: দেরিতে উত্তরণের ফলে যে চ্যালেঞ্জ দেখা দিতে পারে তা আলোচনা
- শ্রমিক ও শিল্প মালিকদের স্বার্থ সংরক্ষণ: রাজনৈতিক সহায়তার প্রয়োজনীয়তা
তিনি আরও উল্লেখ করেন, “আমাদের বক্তব্য আমির মন দিয়ে শুনেছেন এবং বেশ কিছু বিষয়ে তিনি আমাদের সঙ্গে একমত হয়েছেন।”
শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা
জামায়াতের ফেসবুক পেজে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশের শিল্প-বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগ পরিবেশ এবং শ্রম আইন ২০২৫ সম্পর্কিত সমসাময়িক চ্যালেঞ্জ আলোচনা হয়েছে। শিল্প মালিকরা স্থিতিশীলতা বজায় রাখা ও সার্বিক সহযোগিতার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন। জবাবে জামায়াতের আমির শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের গুরুত্ব এবং দেশের শিল্প ও অর্থনীতিকে সচল রাখার বিষয়ে গুরুত্বারোপ করেছেন।
রাজনৈতিক প্রসঙ্গ
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে জামায়াতের সঙ্গে এই বৈঠক হয়েছে। এর আগে আমরা বিএনপি প্রতিনিধি দলের সঙ্গেও আলোচনা করেছি। জামায়াতের আমির আগে আমন্ত্রণ দিয়েছিলেন, তখন যেতে পারিনি; এবার গিয়ে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। বৈঠকে এলডিসি উত্তরণ, মার্কিন পাল্টা শুল্ক এবং শ্রম ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।”
: আমিরে জামায়াতের সঙ্গে বৈঠক করলেন পোশাকশিল্প মালিকরা