বাংলাদেশের মানুষ এখন পরিবর্তনের জন্য অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “পরিবর্তন ছাড়া কোনো অভ্যুত্থান, নির্বাচন বা ঐকমত্য প্রক্রিয়া টিকবে না। পরিবর্তন না এলে তরুণরাই আবারও রাস্তায় নামবে।”
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমিতে অনুষ্ঠিত ইউনিভার্সিটি টিচার্স ফোরাম-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে এখনো ফ্যাসিবাদী কাঠামো বিদ্যমান। ব্যক্তি ও সমাজের চিন্তায় পরিবর্তন না আনলে ফ্যাসিবাদ নির্মূল করা যাবে না। ঐকমত্য প্রক্রিয়া শেষ হলেও প্রকৃত ঐক্য গড়ে উঠছে না, কারণ কাঠামো পরিবর্তনের আগ্রহ নেই।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ-এর বিষয়ে কোনো ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না। যা ঐকমত্যে এসেছে, তা জনগণই ঠিক করবে। আমরা বিশ্বাস করি, জুলাই সনদের আইনগত ভিত্তি তৈরি হলে খুব দ্রুতই নির্বাচনমুখী রাজনীতি শুরু হবে।”
নাহিদ ইসলাম জানান, “আগামী সংসদ ও সংস্কার পরিষদে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘু ও পেশাজীবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জাতীয় নাগরিক পার্টি সেই লক্ষ্যে কাজ করছে।”
তিনি আরও বলেন, “বিগত ১৬ বছরে দলীয় বিবেচনায় শিক্ষকদের পদোন্নতি দেওয়া হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করেছে। আমরা সেই ফ্যাসিবাদী কাঠামো ভাঙতে চাই।”
শিক্ষা খাতের সংস্কারের গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “বেকারত্ব দূর করতে হলে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। বর্তমান সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব।”




