বুধবার, নভেম্বর ১৯, ২০২৫

পরিবর্তন ছাড়া কোনো উদ্যোগই সফল হবে না: নাহিদ ইসলাম

বহুল পঠিত

বাংলাদেশের মানুষ এখন পরিবর্তনের জন্য অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “পরিবর্তন ছাড়া কোনো অভ্যুত্থান, নির্বাচন বা ঐকমত্য প্রক্রিয়া টিকবে না। পরিবর্তন না এলে তরুণরাই আবারও রাস্তায় নামবে।”

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমিতে অনুষ্ঠিত ইউনিভার্সিটি টিচার্স ফোরাম-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে এখনো ফ্যাসিবাদী কাঠামো বিদ্যমান। ব্যক্তি ও সমাজের চিন্তায় পরিবর্তন না আনলে ফ্যাসিবাদ নির্মূল করা যাবে না। ঐকমত্য প্রক্রিয়া শেষ হলেও প্রকৃত ঐক্য গড়ে উঠছে না, কারণ কাঠামো পরিবর্তনের আগ্রহ নেই।”

তিনি আরও বলেন, “জুলাই সনদ-এর বিষয়ে কোনো ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না। যা ঐকমত্যে এসেছে, তা জনগণই ঠিক করবে। আমরা বিশ্বাস করি, জুলাই সনদের আইনগত ভিত্তি তৈরি হলে খুব দ্রুতই নির্বাচনমুখী রাজনীতি শুরু হবে।”

নাহিদ ইসলাম জানান, “আগামী সংসদ ও সংস্কার পরিষদে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘু ও পেশাজীবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জাতীয় নাগরিক পার্টি সেই লক্ষ্যে কাজ করছে।”

তিনি আরও বলেন, “বিগত ১৬ বছরে দলীয় বিবেচনায় শিক্ষকদের পদোন্নতি দেওয়া হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করেছে। আমরা সেই ফ্যাসিবাদী কাঠামো ভাঙতে চাই।”

শিক্ষা খাতের সংস্কারের গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “বেকারত্ব দূর করতে হলে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। বর্তমান সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব।”

আরো পড়ুন

গণভোটে ‘হ্যাঁ’ বলবে আট দল: জানালেন জামায়াত সেক্রেটারি জেনারেল

জুলাই সনদকে আইনি বৈধতা দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে জামায়াতে ইসলামীসহ আট রাজনৈতিক দল সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেবে- এ তথ্য জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

প্রবাসীদের ভোট দেয়ার নিয়ম: সহজ ও সম্পূর্ণ গাইড

বাংলাদেশের প্রবাসীরা এবার প্রথমবারের মতো ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।দীর্ঘদিন ধরে এই ধাপটি আলোচিত হলেও এবার এটি কার্যকর হচ্ছে। এই গাইডে আমরা বিস্তারিতভাবে দেখাবো প্রবাসী ভোটারের নিবন্ধন থেকে শুরু করে ভোট প্রদান ও ফেরত পাঠানো পর্যন্ত সব ধাপ।

আগুন সন্ত্রাসের রাজনীতি এদেশে চলবে না: শিবির সভাপতি জাহিদুল ইসলাম

ঢাকা, বৃহস্পতিবার: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদ ও আগুন সন্ত্রাসের রাজনীতি চলতে দেওয়া হবে না। তিনি বলেন, “আওয়ামী লীগ মানুষের পর্যায়ে পড়ে না, তারা পশুর চেয়েও নিকৃষ্ট। তারা সারাদেশে আগুন সন্ত্রাস চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছে।”
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ