বাংলাদেশের উপকূল ও সমুদ্রসীমায় আইনশৃঙ্খলা জোরদারে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ সম্প্রতি একের পর এক সফল অভিযানে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় নতুন মাত্রা যুক্ত করেছে। এই অভিযানের লক্ষ্য ছিল সন্ত্রাস, মাদক, চোরাচালান ও অবৈধ মাছ আহরণ বন্ধ করা এবং মৎস্য সম্পদ ও সমাজকল্যাণ সংরক্ষণ করা।
ভোলা ও মাতারবাড়িতে সন্ত্রাস ও চোরাচালান রোধ
২০ ডিসেম্বর ভোলা সদর থানাধীন ব্যাংকের হাট এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের টাস্কফোর্স প্রতিনিধি মো. মোশারফ হোসেন (৬০)-কে আটক করেছে।
এর আগে ১৯ ডিসেম্বর মাতারবাড়ি এলাকায় সমুদ্র অভিযান চলাকালীন ৪৫০ বস্তা সিমেন্ট ও একটি ফিশিং বোটসহ ৮ জন পাচারকারী আটক করা হয়। জব্দকৃত সিমেন্টের বাজারমূল্য প্রায় ২,২৫,০০০ টাকা।
পটুয়াখালীতে বিপুল পরিমাণ জাটকা ও মাছ উদ্ধার
পটুয়াখালীর সদর টোল প্লাজা এলাকায় ১৯ ডিসেম্বর দুপুরে কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের যৌথ অভিযানে ৮,০৫০ কেজি শাপলাপাতা মাছ এবং ২,৯৫০ কেজি জাটকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা ও গরীবদের মাঝে বিতরণ করা হয় এবং শাপলাপাতা মাছ যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়।
মহেশখালী ও গজারিয়ায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর গ্রেফতার
১৯ ডিসেম্বর মহেশখালীর গহীন পাহাড় থেকে মিন্টু বাহিনীর প্রধান সদস্য আহসান উল্লাহ (৪৫) আটক করা হয়। তার কাছ থেকে দেশীয় বন্দুক, পিস্তল, তাজা গোলা ও অন্যান্য অস্ত্র জব্দ করা হয়।
১৭ ডিসেম্বর গজারিয়া থানা এলাকা থেকে ৬,১৫০ কেজি জাটকা উদ্ধার করে স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়। একই দিনে টেকনাফে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হলেও মাদককারবারীরা পালিয়ে যায়।
মুন্সীগঞ্জে জাটকা উদ্ধার ও বিতরণ
১৬ ডিসেম্বর ২০২৫ বিকেল ৩টায় কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা মুন্সীগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬,১০০ কেজি জাটকা জব্দ করে, যার বাজারমূল্য প্রায় ৪২,৭০,০০০ টাকা।
উদ্ধারকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিতরণ করা হয়। কাভার্ড ভ্যান চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।
নৌবাহিনী ও কোস্ট গার্ডের অঙ্গীকার
অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে, বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা, মৎস্য সম্পদ রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগ কার্যকরভাবে কাজ করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযানে দেশবাসীর নিরাপত্তা এবং দেশের আইনশৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে তারা নিবেদিত থাকবে।
সুত্রঃ কোস্ট গার্ড বাংলাদেশ অফিশিয়াল ফেসবুক পেজ