আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতি বাস্তবায়নের দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচির আওতায় ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী:
- ১৮ সেপ্টেম্বর: ঢাকায় বিক্ষোভ মিছিল
- ১৯ সেপ্টেম্বর: সকল বিভাগীয় শহরে কর্মসূচি
- ২৬ সেপ্টেম্বর: জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি
পিআর পদ্ধতি ও অন্যান্য দাবী
জামায়াত জানিয়েছে, এই আন্দোলন শুধু পিআর পদ্ধতির জন্য নয়; জুলাই সনদের বাস্তবায়ন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ গঠনের দাবিও রয়েছে এতে।
এই কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে সমমনা ইসলামী দলগুলোর জোটও যুগপৎ আন্দোলনে অংশ নিচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস আলাদা কর্মসূচির মাধ্যমে তাদের অবস্থান জানিয়েছে।