শুরুর দিকে প্লে-অফে খেলার বিষয়ে শঙ্কা থাকলেও আজ সেই সব শঙ্কা উড়িয়ে ফাইনালে দারুণ জয়ে এনসিএল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন শিরোপা জিতেছে রংপুর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা ফাইনালে খুলনাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির ট্রফি নিজেদের করল রংপুর।
খুলনা প্রথমে ব্যাটিং করে ১৩৬/৮ রান সংগ্রহ করে। দলকে কিছুটা টেনে তোলেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৩২ বলে ৪৪ রান এবং মৃত্যুঞ্জয় চৌধুরী ১৩ বলে ২৪ রান করে। রংপুরের হয়ে আব্দুল্লাহ আল মামুন ১৫ রান দিয়ে দুই উইকেট নেন।
রংপুরের ইনিংস শুরু হয় দারুণ। উদ্বোধনী জুটিতে জাহিদ জাভেদ ও নাসির হোসেন ৬৬ রান তোলেন। জাহিদ ২৪ বলে ২৭ রান করে আউট হলেও নাসির ৩১ বলে ৪৬ রান করে দলকে জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত অভিজ্ঞ নাঈম ইসলাম ৩২ বলে ৪০* রান ও অধিনায়ক আকবর আলী ১৫ বলে ১৯ রান করে রংপুরকে ৮ উইকেটে জয় নিশ্চিত করেন। খুলনার হয়ে শেখ পারভেজ জীবন ১ উইকেট নেন।
এ জয় রংপুরের জন্য দ্বিতীয়বারের মতো এনসিএল টি-টোয়েন্টি শিরোপা আনল।
সংক্ষিপ্ত স্কোর:
- খুলনা: ১৩৬/৮, ২০ ওভার (মিঠুন ৪৪, মৃত্যুঞ্জয় ২৪; মামুন ২/১৫)
- রংপুর: ১৩৮/২, ১৭ ওভার (নাসির ৪৬, নাঈম ৪০*, জীবন ১/১২)
- ফলাফল: রংপুর ৮ উইকেটে জয়ী




