সোমবার, জানুয়ারি ১২, ২০২৬

রংপুর বনাম সিলেট আজকের খেলায় ইমনের ব্যাটে সিলেটের দাপুটে জয়

বহুল পঠিত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দর্শকদের আনন্দের জোয়ারে ভাসালো স্বাগতিক সিলেট টাইটান্স। বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে রংপুর রাইডার্সকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। রংপুর বনাম সিলেট আজকের খেলা তে বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আর পারভেজ হোসেন ইমনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।

ইমনের ব্যাটে জয়ের হাসি

১১৪ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন তৌফিক খান। তবে জয়ের মূল নায়ক ছিলেন পারভেজ হোসেন ইমন। এক প্রান্ত আগলে রেখে তিনি তুলে নেন দুর্দান্ত এক হাফ-সেঞ্চুরি। ৪১ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি। ১৭.৩ ওভারে ইফতিখার আহমেদের বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে তিনি সিলেটের জয়রথ নিশ্চিত করেন।

নাসুমের ভেল্কিতে রংপুরের ধস

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেটের বোলারদের তোপের মুখে পড়ে রংপুর রাইডার্স। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.১ ওভারে মাত্র ১১৪ রানেই অলআউট হয়ে যায় নুরুল হাসান সোহানের দল। রংপুরের পক্ষে কেউ বড় ইনিংস খেলতে পারেননি। বল হাতে সিলেটের নাসুম আহমেদ ছিলেন দুর্দান্ত, যার স্বীকৃতিস্বরূপ তিনি জিতে নেন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’-এর পুরস্কার।

এক নজরে ম্যাচের হাইলাইটস:

  • ফলাফল: সিলেট টাইটান্স ৬ উইকেটে জয়ী (১৫ বল বাকি থাকতে)।
  • ম্যাচ সেরা: নাসুম আহমেদ (সিলেট)।
  • সর্বোচ্চ রান (সিলেট): পারভেজ হোসেন ইমন (৫২*)।
  • রংপুর রাইডার্স ইনিংস: ১১৪/১০ (১৯.১ ওভার)।
  • সিলেট টাইটান্স ইনিংস: ১১৯/৪ (১৭.৩ ওভার)।
  • নাটকীয় মুহূর্ত: রংপুরের পেসার নাহিদ রানা পরপর দুই উইকেট (আফিফ ও ইথান ব্রুকস) নিয়ে কিছুটা উত্তেজনা তৈরি করলেও, ইমনের দৃঢ়তায় তা ম্লান হয়ে যায়।

রংপুর বনাম সিলেট আজকের খেলায় এই জয়ের ফলে ঘরের মাঠে নিজেদের শেষটা রাঙিয়ে নিলো সিলেট টাইটান্স। গ্যালারি ভর্তি দর্শকদের করতালির মধ্য দিয়ে ল্যাপ অফ অনার দিয়ে মাঠ ছাড়ে বিজয়ী বীরেরা।

পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন!

আরো পড়ুন

রুদ্ধশ্বাস এল ক্লাসিকোতে সুপার কাপ জিতে ইতিহাস গড়ল বার্সা

ফুটবল মানেই আবেগ, উত্তেজনা আর নাটক-আর যখন লড়াইটা হয় বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ, তখন তা রূপ নেয় বৈশ্বিক মহাযুদ্ধে। ঠিক তেমনই এক শ্বাসরুদ্ধকর ফাইনালে স্প্যানিশ সুপার কাপের মঞ্চে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩–২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা।

রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা: এল ক্লাসিকো সুপার কাপ ফাইনাল ২০২৬ | সময়সূচি ও প্রিভিউ

ফুটবল প্রেমীদের জন্য দারুণ খবর! বছরের শুরুতেই বিশ্ব ফুটবল উপহার দিচ্ছে এক মহাজাগতিক লড়াই। মরুভূমির বুকে আজ উত্তাপ ছড়াতে প্রস্তুত ফুটবল বিশ্বের দুই পরাশক্তি। সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা (real madrid vs barcelona)। ২০২৬ সালের এটিই প্রথম ‘এল ক্লাসিকো’, যা ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

নাটকীয় প্রত্যাবর্তন! টাইব্রেকারে মার্সেইকে হারিয়ে আবারও ফরাসি সুপার কাপ জিতল পিএসজি

পরাজয়ের একেবারে দুয়ার থেকে ফিরে এসে অবিশ্বাস্য নাটক উপহার দিল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে সেখানে গোলরক্ষক লুকাহ শুভালিয়ের নায়কোচিত পারফরম্যান্সে ফরাসি সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে লুইস এনরিকের শিষ্যরা।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ