বাংলাদেশ পুলিশের বিশেষ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট ফেজ-২'-এ বড়সড় সাফল্য এসেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে পরিচালিত এই অভিযানে মোট ৪৮৮ জন সন্দেহভাজন ও অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস দমনে পুলিশ এই কঠোর অবস্থান গ্রহণ করেছে।
শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ দেশজুড়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই বিশেষ অভিযানে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জননিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান অগ্রগতি এসেছে।