দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ–২)’ দেশজুড়ে ব্যাপক সাফল্য অর্জন করেছে। গত কয়েক দিনের টানা অভিযানে পুলিশের তৎপরতায় অপরাধী চক্রে নেমে এসেছে আতঙ্ক, আর সাধারণ মানুষের মধ্যে ফিরেছে স্বস্তি ও আস্থার অনুভূতি।
বাংলাদেশের উপকূল ও সমুদ্রসীমায় আইনশৃঙ্খলা জোরদারে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ সম্প্রতি একের পর এক সফল অভিযানে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় নতুন মাত্রা যুক্ত করেছে। এই অভিযানের লক্ষ্য ছিল সন্ত্রাস, মাদক, চোরাচালান ও অবৈধ মাছ আহরণ বন্ধ করা এবং মৎস্য সম্পদ ও সমাজকল্যাণ সংরক্ষণ করা।