রবিবার, অক্টোবর ৫, ২০২৫

বাংলাদেশ রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

বহুল পঠিত

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (২৭ আগস্ট) রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.৩৩ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম–৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ হয়েছে ২৬.৩১ বিলিয়ন ডলার। ২৪ আগস্ট গ্রস রিজার্ভ ছিল ৩০.৮৬ বিলিয়ন ডলার, বিপিএম–৬ অনুযায়ী ২৫.৮৭ বিলিয়ন ডলার। ফলে সামান্য বৃদ্ধি দেখা গেছে।

নিট ও ব্যবহারযোগ্য রিজার্ভ

মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট রিজার্ভ পাওয়া যায়। তবে ব্যয়যোগ্য রিজার্ভ অন্য একটি হিসাব। এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না। এতে আইএমএফের এসডিআর খাতের ডলার, ব্যাংকের বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং এবং আকুর বিল বাদ দেওয়া হয়।

সূত্র জানায়, ব্যবহারযোগ্য রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। প্রতি মাসে ৫.৫ বিলিয়ন ডলার ব্যবহার করলে প্রায় তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। সাধারণত একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকা প্রয়োজন।

রিজার্ভের ইতিহাস

২০২১ সালের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার ছিল। তবে কোভিড-১৯ পরবর্তী সময়ে আমদানি ব্যয় বেড়ে যায়। এছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে রিজার্ভে চাপ পড়ে। ফলে চলতি হিসাবের ঘাটতি বেড়ে যায়।

ডলারের বিপরীতে টাকার দর কমলে প্রভাব পড়ে জ্বালানি ও আমদানির খরচে। সংকট মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করে। ফলে রিজার্ভ ধীরে ধীরে হ্রাস পায়।

২০২২ সালের জুলাইয়ে রিজার্ভ বাড়াতে বাংলাদেশ আইএমএফের কাছে ৪৭০ কোটি ডলারের ঋণ সহায়তা চেয়েছিল।

আরো পড়ুন

শাহরুখ খান এখন বিলিয়নিয়ার: শুধু অভিনেতা নয়, সফল উদ্যোক্তা!

বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও ইতিহাস গড়লেন, তবে এবার পর্দার বাইরে। আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে, শাহরুখ খানের সম্পদ অর্জনে তিনি এখন আনুষ্ঠানিকভাবে ‘বিলিয়নিয়ার ক্লাব’-এর সদস্য।

দেশের সব থানায় চালু হলো অনলাইন জিডি: মোবাইলেই করুন সাধারণ ডায়েরি

দেশের সব থানায় গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) চালু হয়েছে। এর ফলে নাগরিকরা থানায় না গিয়েই ঘরে বসে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট থেকে সহজেই জিডি করতে পারবেন।

আর নয় অপেক্ষা: পাঠাও ইনস্টাপে-তে (‘InstaPay’) মিলবে মার্চেন্ট পেমেন্টের দ্রুততম সমাধান

ডিজিটাল লেনদেনের জয়জয়কার বাংলাদেশে, দেশের অন্যতম শীর্ষ সার্ভিস প্ল্যাটফর্ম পাঠাও এবার নিয়ে এলো তাদের সবচেয়ে আকর্ষণীয় সার্ভিস- 'ইনস্টাপে' (InstaPay)। এটি একটি আধুনিক ও দ্রুততম পাঠাও মার্চেন্ট পেমেন্ট সমাধান, যা দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের (SMEs) জন্য এক নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ

error: Content is protected !!