শনিবার, জানুয়ারি ১০, ২০২৬

ডেডলক ভাঙতেই গোলবন্যা, অ্যাস্টন ভিলাকে উড়িয়ে শীর্ষে আর্সেনাল

বহুল পঠিত

প্রথমার্ধ জুড়ে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে যেন বাঁধভাঙা স্রোত নামাল আর্সেনাল। একবার এগিয়ে যাওয়ার পর আর পেছনে তাকাতে হয়নি মিকেল আর্তেতার শিষ্যদের। একের পর এক গোল করে অ্যাস্টন ভিলার বিপক্ষে দাপুটে ৪-১ ব্যবধানের জয় তুলে নেয় গানাররা।

মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচে এই জয়ের ফলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান আরও শক্ত করল আর্সেনাল।

প্রথমার্ধে লড়াই, গোলশূন্য সমতা

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্সেনাল। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। উল্টো ১৩তম মিনিটে প্রথম ভালো সুযোগটি পায় অ্যাস্টন ভিলা। মাঝমাঠে ভিক্তর ইয়োকেরেশের ভুলে বল পেয়ে আক্রমণে ওঠে ভিলারা, কিন্তু ওলি ওয়াটকিন্সের শট লক্ষ্যভ্রষ্ট হলে রক্ষা পায় স্বাগতিকরা।

প্রথমার্ধে আর্সেনাল বেশি শট নিলেও খুব বেশি ভীতি ছড়াতে পারেনি। ইয়োকেরেশ দুটি হেডের সুযোগ পেলেও কোনোটিই কাজে লাগাতে পারেননি।

বিরতির পর চার মিনিটে দুই গোল

বিরতির পর মাঠে নামতেই ভিন্ন এক আর্সেনালকে দেখা যায়। দ্বিতীয়ার্ধের মাত্র চার মিনিটের মধ্যেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা।

৪৮তম মিনিটে কর্নার থেকে আসা বল ধরতে গিয়ে ভুল করেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তার হাতে লেগে বল গাব্রিয়েল মাগালিয়াইসের শরীরে ছুঁয়ে জালে ঢুকে যায়। ভিলার পক্ষ থেকে ফাউলের আবেদন করা হলেও ভিএআর যাচাই শেষে গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি।

এরপর ৫২তম মিনিটে মার্টিন ওডেগোরের নিখুঁত থ্রু পাসে প্রথম স্পর্শেই জোরালো শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মার্তিন সুবিমেন্দি।

ত্রোসার ও জেসুসে নিশ্চিত জয়

৬৫তম মিনিটে ব্যবধান আরও বাড়াতে পারত আর্সেনাল, তবে ওডেগোরের শট দুর্দান্ত ঝাঁপিয়ে ঠেকান মার্তিনেস। কিছুক্ষণ পর অবশ্য আর রক্ষা হয়নি ভিলার।

ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে তৃতীয় গোলটি করেন লিয়ান্দ্রো ত্রোসার। বল পোস্ট ছুঁয়ে জালে ঢুকলে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন মার্তিনেস।

৭৭তম মিনিটে ইয়োকেরেশের বদলে নামা গাব্রিয়েল জেসুস মাঠে নামার এক মিনিটেরও কম সময়ে গোল করে উৎসবে যোগ দেন। ত্রোসারের বাড়ানো বল থেকে নিখুঁত ফিনিশিংয়ে নিজের গোলটি আদায় করে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সান্ত্বনার গোলেও হার এড়াতে পারল না ভিলা

যোগ করা সময়ে কাছ থেকে গোল করে নিজের জন্মদিন রাঙান ওলি ওয়াটকিন্স। তবে সেটি কেবল ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।

পয়েন্ট টেবিলের হালচাল

এই জয়ে ১৯ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে আর্সেনালের সংগ্রহ ৪৫ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
অন্যদিকে, এই হারে শিরোপা দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে অ্যাস্টন ভিলা। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তৃতীয় স্থানে।

দিনের আরেক ম্যাচে ঘরের মাঠে বোর্নমাউথের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চেলসি। ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্চম স্থানে।

আরো পড়ুন

নাটকীয় প্রত্যাবর্তন! টাইব্রেকারে মার্সেইকে হারিয়ে আবারও ফরাসি সুপার কাপ জিতল পিএসজি

পরাজয়ের একেবারে দুয়ার থেকে ফিরে এসে অবিশ্বাস্য নাটক উপহার দিল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে সেখানে গোলরক্ষক লুকাহ শুভালিয়ের নায়কোচিত পারফরম্যান্সে ফরাসি সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে লুইস এনরিকের শিষ্যরা।

চট্টগ্রাম বনাম সিলেট বিপিএল খেলা: কে হাসবে শেষ হাসি?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তেজনা এখন তুঙ্গে! আজ, অর্থাৎ টুর্নামেন্টের ১৬তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই শক্তিশালী দল—চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্স। পয়েন্ট টেবিলের হাড্ডাহাড্ডি লড়াই এবং গত ম্যাচের প্রতিশোধের নেশা—সব মিলিয়ে আজকের সন্ধ্যাটি ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ জমজমাট হতে চলেছে।

বিপিএলে অপ্রতিরোধ্য রংপুর রাইডার্স: ফিজ-ফাহিম তোপে দিশেহারা প্রতিপক্ষ, শীর্ষে সোহান বাহিনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে রীতিমতো উড়ছে রংপুর রাইডার্স। মাঠের লড়াইয়ে ব্যাটে-বলে প্রতিপক্ষকে কুপোকাত করে পয়েন্ট টেবিলের একক শীর্ষস্থান দখল করে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই জয় তুলে নিয়ে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে অনেকটা এগিয়ে গেছে মিকি আর্থারের শিষ্যরা।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ