মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক এখনও থামেনি। আসন্ন আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন এই বাঁহাতি পেসার। নিষেধাজ্ঞার পর ভারতের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশ কিংবা পাকিস্তানের কোনো ক্রিকেটারই থাকছে না।
আইপিএলের দরজা বন্ধ হলেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা মুস্তাফিজের জন্য উন্মুক্ত—এমন ইঙ্গিত মিলেছে পাকিস্তান থেকে। লন্ডনভিত্তিক পাকিস্তানি স্ট্যান্ডআপ কমেডিয়ান ও টেলিভিশন সঞ্চালক সালমান মালিক প্রকাশ্যে মুস্তাফিজের প্রতি সমর্থন জানিয়েছেন।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজুর রহমানের ছবি শেয়ার করে সালমান মালিক লেখেন,
“যদি একজন বাংলাদেশিকে নিষিদ্ধ করে তারা খুশি হয়, হতে দিন। আমরা পাকিস্তানিরা আমাদের বাংলাদেশি ভাইকে পিএসএলে স্বাগত জানাতে পারলে খুশি হবো।”
সালমান মালিকের এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক ক্রিকেটভক্ত একে ক্রীড়াঙ্গনে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা হিসেবে দেখছেন।
এর আগে দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএল নিলামে মুস্তাফিজ ছিলেন সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে তীব্র প্রতিযোগিতার পর ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। এই অঙ্ক আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক।
তবে মুস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর একাংশ বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করার দাবি তোলে। এক পর্যায়ে বিষয়টি এমন অবস্থায় পৌঁছায় যে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কেকেআর।
মুস্তাফিজ ইস্যুতে আইপিএলের নিরপেক্ষতা ও ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে পিএসএলে সম্ভাব্য অংশগ্রহণ বাংলাদেশের এই তারকা পেসারের সামনে নতুন সুযোগ ও সম্ভাবনার দিগন্ত খুলে দিতে পারে।