বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬

মুস্তাফিজকে পিএসএলে আমন্ত্রণ জানালেন পাকিস্তানি তারকা

বহুল পঠিত

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক এখনও থামেনি। আসন্ন আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন এই বাঁহাতি পেসার। নিষেধাজ্ঞার পর ভারতের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশ কিংবা পাকিস্তানের কোনো ক্রিকেটারই থাকছে না।

আইপিএলের দরজা বন্ধ হলেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা মুস্তাফিজের জন্য উন্মুক্ত—এমন ইঙ্গিত মিলেছে পাকিস্তান থেকে। লন্ডনভিত্তিক পাকিস্তানি স্ট্যান্ডআপ কমেডিয়ান ও টেলিভিশন সঞ্চালক সালমান মালিক প্রকাশ্যে মুস্তাফিজের প্রতি সমর্থন জানিয়েছেন।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজুর রহমানের ছবি শেয়ার করে সালমান মালিক লেখেন,
“যদি একজন বাংলাদেশিকে নিষিদ্ধ করে তারা খুশি হয়, হতে দিন। আমরা পাকিস্তানিরা আমাদের বাংলাদেশি ভাইকে পিএসএলে স্বাগত জানাতে পারলে খুশি হবো।”

সালমান মালিকের এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক ক্রিকেটভক্ত একে ক্রীড়াঙ্গনে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা হিসেবে দেখছেন।

এর আগে দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএল নিলামে মুস্তাফিজ ছিলেন সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে তীব্র প্রতিযোগিতার পর ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। এই অঙ্ক আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক।

তবে মুস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর একাংশ বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করার দাবি তোলে। এক পর্যায়ে বিষয়টি এমন অবস্থায় পৌঁছায় যে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কেকেআর।

মুস্তাফিজ ইস্যুতে আইপিএলের নিরপেক্ষতা ও ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে পিএসএলে সম্ভাব্য অংশগ্রহণ বাংলাদেশের এই তারকা পেসারের সামনে নতুন সুযোগ ও সম্ভাবনার দিগন্ত খুলে দিতে পারে।

আরো পড়ুন

চট্টগ্রাম বনাম সিলেট বিপিএল খেলা: কে হাসবে শেষ হাসি?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তেজনা এখন তুঙ্গে! আজ, অর্থাৎ টুর্নামেন্টের ১৬তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই শক্তিশালী দল—চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্স। পয়েন্ট টেবিলের হাড্ডাহাড্ডি লড়াই এবং গত ম্যাচের প্রতিশোধের নেশা—সব মিলিয়ে আজকের সন্ধ্যাটি ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ জমজমাট হতে চলেছে।

বিপিএলে অপ্রতিরোধ্য রংপুর রাইডার্স: ফিজ-ফাহিম তোপে দিশেহারা প্রতিপক্ষ, শীর্ষে সোহান বাহিনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে রীতিমতো উড়ছে রংপুর রাইডার্স। মাঠের লড়াইয়ে ব্যাটে-বলে প্রতিপক্ষকে কুপোকাত করে পয়েন্ট টেবিলের একক শীর্ষস্থান দখল করে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই জয় তুলে নিয়ে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে অনেকটা এগিয়ে গেছে মিকি আর্থারের শিষ্যরা।

পিএসএলে মোস্তাফিজের রাজকীয় এন্ট্রি: আইপিএলকে কড়া জবাব

কথায় আছে, 'এক দুয়ার বন্ধ হলে শত দুয়ার খুলে যায়'। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রে এটিই এখন ধ্রুব সত্য। রাজনৈতিক টানাপোড়েন আর বিসিসিআইয়ের কড়াকড়িতে আইপিএল থেকে বাদ পড়লেও বিশ্বমঞ্চে ফিজের চাহিদা যে বিন্দুমাত্র কমেনি, তার প্রমাণ মিলল পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ